Nabadhara
ঢাকাশনিবার , ৪ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় স্বর্ণালঙ্কারসহ ৬ লাখ টাকার মালামাল চুরি

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
অক্টোবর ৪, ২০২৫ ৮:১৪ অপরাহ্ণ
Link Copied!

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি

খুলনা মহানগরীর সোনাডাঙ্গা এলাকায় গৃহকর্তার অনুপস্থিতির সুযোগে এক বাসায় চুরির ঘটনা ঘটেছে। অজ্ঞাত চোরেরা ঘরের তালা ভেঙে প্রায় ৬ লাখ টাকার স্বর্ণালঙ্কার, নগদ অর্থ ও পোশাক লুট করে নিয়ে গেছে। ঘটনাটি ঘটে সোনাডাঙ্গা থানার সোলাইমান নগর এলাকার মিনারা মসজিদ রোডে।

ভুক্তভোগী শংকর কুমার বালা (৪৩) থানায় লিখিত অভিযোগে জানান, গত ১ অক্টোবর সন্ধ্যায় তার স্ত্রী বাবার বাড়িতে যান এবং তিনি নিজেও তালাবদ্ধ করে গ্রামের বাড়ি খুলনার তেরখাদা উপজেলার আজগড়া গ্রামে চলে যান। ৪ অক্টোবর দুপুরে ফিরে এসে তিনি দেখতে পান, তার বাসার মূল দরজার হ্যাজবোল্ট ভাঙা এবং তালা নেই। ঘরে প্রবেশ করে দেখতে পান, আসবাবপত্র এলোমেলো ও ওয়ারড্রব এবং আলমারির তালা ভাঙা অবস্থায় রয়েছে।

চুরি হওয়া মালামালের মধ্যে রয়েছে – ৩০টি শাড়ি (আনুমানিক মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা), ৫টি টিশার্ট (মূল্য ১০ হাজার টাকা), নগদ ৪৫ হাজার টাকা এবং ২ ভরি ৮ আনা স্বর্ণালঙ্কার, যার বাজারমূল্য প্রায় ৪ লাখ টাকা। শংকর কুমার বালার ধারণা, ১ অক্টোবর সন্ধ্যা ৬টার পর থেকে ২ অক্টোবর দুপুর ৩টার মধ্যে চুরির ঘটনাটি ঘটে থাকতে পারে। বিষয়টি বুঝতে পেরে তিনি স্ত্রীর সঙ্গে পরামর্শ করে ৩ অক্টোবর সোনাডাঙ্গা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শফিকুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। চোরদের শনাক্তে সম্ভাব্য সিসিটিভি ফুটেজ ও স্থানীয় সূত্র ব্যবহার করে কাজ শুরু হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।