Nabadhara
ঢাকাশনিবার , ৪ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মাদারগঞ্জে জাকের পার্টির জনসভা অনুষ্ঠিত

জুলফিকার বাবলু, মাদারগঞ্জ (জামালপুর)
অক্টোবর ৪, ২০২৫ ৮:২৬ অপরাহ্ণ
Link Copied!

জুলফিকার বাবলু, মাদারগঞ্জ (জামালপুর)

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় জাকের পার্টির উদ্যোগে এক জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ অক্টোবর ২০২৫) বিকেলে বালিজুড়ী বাজার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এই জনসভা অনুষ্ঠিত হয়। উপজেলা ও পৌর জাকের পার্টিসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ আয়োজনে অংশগ্রহণ করেন।

সভায় সভাপতিত্ব করেন মাদারগঞ্জ পৌর জাকের পার্টির সভাপতি মো. মাসুদুর রহমান মাসুদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা জাকের পার্টির সভাপতি আব্দুল আজিজ খান অটল। তিনি বলেন, “জাকের পার্টি শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের রাজনীতিতে জনগণকে সঙ্গে নিয়ে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর জেলা জাকের পার্টির সভাপতি মো. শাহজাহান আলী, জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক ও জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের এমপি প্রার্থী ইউসুফ আলী, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, উপজেলা জাকের পার্টির সভাপতি নবীর হোসেন, সাধারণ সম্পাদক লাল মিয়া, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মসরু, পৌর সাধারণ সম্পাদক এশার উদ্দিন এবং সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা জাকের পার্টি ছাত্রফ্রন্টের সভাপতি কাউসারুল ইসলাম লালন।

সভা শেষে শহীদ মিনার চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বালিজুড়ী বাজারের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।