হাসান শাহরিয়ার পল্লব,পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর পত্নীতলায় ঝড় বৃষ্টিতে উপজেলার বিভিন্ন এলাকায় ঘরবাড়ির ছাউনি টিন উড়ে গেছে বড় বড় গাছ ভেঙে গেছে, রাস্তার উপর গাছ পড়েছে। অনেকের বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষতি হয়েছে। তবে কোন মানুষ হতাহতের খবর পাওয়া যায় নি।
নওগাঁর পত্নীতলা, মহাদেবপুর ও সদর উপজেলাসহ আশপাশের কয়েকটি এলাকায় শনিবার (৪ অক্টোবর) বিকেলে চার ঘটিকার দিকে প্রবল ঝড় বয়ে গেছে। বিকেল চারটার দিকে শুরু হওয়া এই ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়েছে ঘরবাড়ি, দোকানপাট ও গাছপালা।
ঝড়ের সময় সদর উপজেলার হাসাইগাড়ী বিল এলাকায় বজ্রাঘাতে নিহত হয়েছেন মফিজ উদ্দিন (৬০) নামের এক জেলে। বিকেলে বিলে মাছ ধরার সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরিবারে চলছে শোকের মাতম।
স্থানীয়রা জানান, বিকেল চারটার পর হঠাৎ আকাশে কালো মেঘ জমে যায় এবং অল্প সময়ের মধ্যেই শুরু হয় প্রবল ঝড়। কিছুক্ষণ পর শুরু হয় মুষলধারে বৃষ্টি ও বজ্রপাত। হঠাৎ এমন ঝড়বৃষ্টিতে পুরো এলাকা বিপর্যস্ত হয়ে পড়ে।
নওগাঁ জেলার এগারটি উপজেলার মধ্যে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির শিকার হয়েছে পত্নীতলা উপজেলার ভাবিচা মোড় ও কাঁটাবাড়ি ও বিভিন্ন ইউনিয়নে। মহাদেবপুর উপজেলার বিলশিকারী ও দেওয়ানপুর; এবং সদর উপজেলার হাসাইগাড়ী এলাকা। এসব অঞ্চলে অনেক ঘরবাড়ি ও দোকানপাটের চাল উড়ে গেছে, গাছপালা ভেঙ্গে পড়েছে। পত্নীতলা উপজেলার ফায়ার ব্রিগেড সূত্রে জানা গেছে, বিভিন্ন জায়গায় ভেঙ্গে পড়া গাছপালা, বাড়িঘর দোকানপাটের টিনশেড ও রাস্তায় ভেঙ্গে পড়া গাছপালা সরানোর কাজ চলমান রয়েছে,এ রিপোর্ট লেখা পর্যন্ত বর্তমানে পত্নীতলা উপজেলার সর্বত্র বিদ্যুৎ সরবরাহ বন্ধ আছে।