দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর দুমকি উপজেলায় অবৈধ কারেন্ট জাল ক্রয়-বিক্রয়ের সময় দুমকি উপজেলা মৎস্য বিভাগ এবং পুলিশের একটি যৌথ অভিযানে দু’জনকে হাতেনাতে আটক করা হয়েছে। শনিবার সন্ধ্যা ৯টার দিকে উপজেলার পাংগাসিয়া ইউনিয়নের আলগী গ্রামে এই অভিযান চালানো হয়।
আটককৃতরা হলেন কাইয়ুম ফরাজী (৩০), পিতা: খলিল ফরাজী মনির খান (৪০), পিতা: হাকিম খান।
স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে আলগী গ্রামে জাল বেচাকেনার সময় মৎস্য বিভাগ ও পুলিশের যৌথ দলটি তাদের আটক করে। অবৈধ কারেন্ট জালসহ আটককৃত দু’জনকেই পরে দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
এরপর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। কারেন্ট জাল বহন ও ক্রয়- বিক্রির অপরাধে আটককৃত দু’জনকেই এক মাস করে বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।