মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
“শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের মোল্লাহাটে যথাযোগ্য মর্যাদা, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস ২০২৫।
শনিবার (৫ অক্টোবর) দুপুর ১২টায় দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে গাড়ফা বাজার সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র্যালিতে অংশগ্রহণ করেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষানুরাগীরা।
র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মতিয়র রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ মফিজুর রহমান, একাডেমিক সুপারভাইজার রামপদ বিশ্বাস, মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রতিনিধি অধ্যক্ষ মাওলানা মোঃ বশির উদ্দিন, কলেজ অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান এবং প্রধান শিক্ষক এস এম ফরিদ উদ্দিন।
বক্তারা বলেন, শিক্ষক সমাজই জাতির বিবেক। একটি সুশিক্ষিত, মানবিক ও নৈতিক সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। আধুনিক যুগের চ্যালেঞ্জ মোকাবেলায় তরুণ প্রজন্মকে উপযুক্ত করে গড়ে তুলতে শিক্ষকদের আত্মনিবেদনই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশের ভিত্তি।
আলোচনা সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।