সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের কাজিপুরে বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উপলক্ষে শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখায় তিন গুণী শিক্ষককে সংবর্ধনা প্রদান করা হয়েছে। রোববার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলার কাচিহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় এবং মৃত ও জীবিত সকল শিক্ষক-শিক্ষিকার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজিপুরের সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সহকারী অধ্যাপক আবদুল জলিল।
আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, “শিক্ষা ও শিক্ষক—দুটিকেই সমান গুরুত্ব দিয়ে সঠিক কর্মপরিকল্পনায় এগিয়ে গেলে শিক্ষার প্রকৃত সুফল পাওয়া সম্ভব। শিক্ষা কখনোই সরকারি বা বেসরকারি বিভাজনে সীমাবদ্ধ থাকতে পারে না। এটি একটি সার্বজনীন অধিকার।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম। আলোচনা শেষে শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য প্রবীণ সহকারী শিক্ষক রোকেয়া খাতুন, সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ এবং সহকারী শিক্ষক আছিয়া খাতুনকে সংবর্ধনা প্রদান করা হয়। প্রধান অতিথি তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন এবং উত্তরীয় পরিয়ে দেন।
অনুষ্ঠানে কাচিহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানটি ছিল আবেগময় ও শ্রদ্ধায় পরিপূর্ণ এক পরিবেশে উদযাপিত।