ফেনী প্রতিনিধি
ফেনীর সোনাগাজীর মৎস্য চাষীরা নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার (এসপি) বরাবর স্মারকলিপি প্রদান এবং মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। রবিবার দুপুরে চরখোন্দকার ও দক্ষিণ চরখোন্দকার এলাকার মৎস্য মালিক সমিতির সদস্যরা জেলা প্রশাসক সাইফুল ইসলাম এবং পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের হাতে স্মারকলিপি তুলে দেন।
স্মারকলিপিতে তারা মৎস্য খামার জবরদখল, অব্যাহত লুটপাট, চাঁদাবাজি, খামারে পাড় কাটা, সোনাগাজী সার্কেল অফিসে সালিস বাণিজ্য ও মাছ চুরির অভিযোগ তুলে এসব অপরাধের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানায়। এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মৎস্য মালিকরা জানান, গত ৩০ অক্টোবর গভীর রাতে চরখোন্দকার এলাকায় দুর্বৃত্তরা এস্কেভেটর দিয়ে ছয়টি মৎস্য খামারের পাড় কেটে দিয়েছে, যার ফলে প্রায় পাঁচ কোটি টাকার ক্ষতি হয়েছে। এস্কেভেটর চালক অপু ও হাসানকে মারধর করা হয় এবং স্থানীয় জনতা তাদের পুলিশের কাছে সোপর্দ করেছে। চালকেরা পুলিশের কাছে জানান, অস্ত্রের মুখে তাদেরকে জিম্মি করে দুর্বৃত্তরা এসব কাজ করেছে। এই ঘটনায় ছয়টি পৃথক অভিযোগ থানায় দায়ের করা হয়েছে।
চরখোন্দকার মৎস্য খামার মালিক সমিতির সভাপতি শেখ রাসেলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন মৎস্য খামার মালিক সাইফুল ইসলাম, করিমুল হক, ইনামুল হক, মোমিন হোসেন, ইসমাইল হোসেন, আবু ইউসুফ, রহমত উল্লাহ ও সালাহ উদ্দিন।
উল্লেখ্য, এর আগেও ২ অক্টোবর সোনাগাজী পৌর শহরের জিরোপয়েন্টে একই দাবিতে তারা মানববন্ধন কর্মসূচি পালন করেন।