Nabadhara
ঢাকারবিবার , ৫ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

আলফাডাঙ্গায় স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবিতে কর্মবিরতি

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
অক্টোবর ৫, ২০২৫ ৩:১৭ অপরাহ্ণ
Link Copied!

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) এবং তৃণমূল পর্যায়ের স্বাস্থ্যসেবায় নিয়োজিত স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকরা তাদের ন্যায্য দাবি আদায় ও অধিকার প্রতিষ্ঠার জন্য অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন।

নিয়োগবিধি সংশোধন, ইন-সার্ভিস ট্রেনিং প্রদান, ১৪তম গ্রেডে আপগ্রেডেশনসহ মোট ছয় দফা দাবির বাস্তবায়নের লক্ষ্যে তারা গত ১ অক্টোবর থেকে ইপিআই ও আসন্ন টিসিভি টিকাদান ক্যাম্পেইনসহ সকল কার্যক্রম বর্জন করেছেন।

রোববার (৫ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন, আলফাডাঙ্গা শাখার আয়োজনে কর্মবিরতি অনুষ্ঠিত হয়। কর্মবিরতিতে সংগঠনের সভাপতি তৈয়বুর রহমান, সহ-সভাপতি জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক মো. মহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক দীপঙ্কর শিকদার, প্রচার সম্পাদক মদিনা জোহরা, ধর্ম বিষয়ক সম্পাদক মিজানুর রহমানসহ ১৮ জন সদস্য অংশ নেন।

সভাপতি তৈয়বুর রহমান বলেন, “আমরা মাঠপর্যায়ের স্বাস্থ্যসেবার প্রথম সারির সৈনিক। বছরের পর বছর ঘরে ঘরে গিয়ে মানুষের জীবন রক্ষায় কাজ করছি। অথচ আমাদের দাবিগুলো দীর্ঘদিন ধরে অনিশ্চয়তার মধ্যে পড়ে আছে। এই আন্দোলন সম্মান ও ন্যায্য অধিকারের জন্য, কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নয়।”

সাধারণ সম্পাদক মো. মহিদুল ইসলাম বলেন, “আমরা সংঘাত চাই না। সরকারের আন্তরিক হস্তক্ষেপে দ্রুত আমাদের ছয় দফা দাবি পূরণ হলে আমরা পুনরায় জনগণের সেবায় ফিরে যাব। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”

কর্মবিরতিতে অংশ নেওয়া স্বাস্থ্য সহকারীরা জানান, ন্যায্য দাবিগুলো বাস্তবায়ন না হলে বাধ্য হয়েই তারা এই কর্মসূচি গ্রহণ করেছেন। তারা একবাক্যে বলেন, “সেবা আমাদের ধর্ম, কিন্তু অধিকার আদায় আমাদের দায়িত্ব।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।