Nabadhara
ঢাকারবিবার , ৫ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নিজে কাঁদলেন, কাঁদালেন সহকর্মী ও শিক্ষার্থীদের

Link Copied!

গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

দীর্ঘ ২৯ বছর শিক্ষকতা পেশা থেকে বিদায়ের বেলা নিজে কাঁদলেন, কাঁদালেন দীর্ঘ দিনের সহকর্মী ও শিক্ষার্থীদের।

অশ্রুসিদ্ধ ভালবাসায় বিদায় নিলেন বরিশালের গৌরনদী উপজেলার গাউছিয়া আবেদীয়া সুন্নীয়া দাখিল মাদ্রসার অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক মো. মোফাচ্ছেল হোসেন মিয়া।

জানা গেছে, মো. মোফাচ্ছেল হোসেন মিয়া ১৯৯৬ সালের ২৮ শে নভেম্বর অত্র মাদ্রাসায় সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। চলতি বছর ৩ আগষ্ট পর্যন্ত দীর্ঘ ২৯ বছর সততা, ন্যায় ও নিষ্ঠার সহিত তিনি তার দায়িত্ব পালন করেন। তার এই মহতী বিদায়ে মাদ্রাসার গভানিং কমিটি, শিক্ষক, শিক্ষার্থী সহ সকলেই আবেগ আপ্লূত হয়ে পড়েন।

রোববার দুপুরে মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব এসএম আব্দুর রবের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংবার্ধিত অবসরপ্রাপ্ত শিক্ষক মো. মোফাচ্ছেল হোসেন মিয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.আব্দুল জলিল, মাদ্রসার প্রতিষ্ঠাতা সভাপতি ও জেলা বিএনপির সদস্য আলহাজ্ব আবুল হোসেন মিঞা, মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি কেএম শাহ আলম কবিরাজ, প্রেসক্লাবের প্যানেল আহবায়ক মো. গিয়াস উদ্দিন মিয়া, উপজেলা একাডেমি সুপারভাইজার গৌরাঙ্গ প্রসাদ গাইন, ইল্লা দাখিল মাদ্রাসার সুপার মো. সিদ্দিকুর রহমান সহ অন্যান্য শিক্ষক,কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ। অবসরপ্রাপ্ত শিক্ষক মো. মোফাচ্ছেল হোসেন মিয়া বক্তব্য দেয়ার সময় হাউমাই করে অবুঝ শিশুদের মত কাঁদতে ছিলেন। এ সময় অনুষ্ঠানে শত শত শিক্ষার্থী, সহকর্মী সহ অতিথিবৃন্দ কাঁদতে থাকেন। শেষে শিক্ষক মো. মোফাচ্ছেল হোসেন মিয়াকে সম্মামননা ক্রেষ্ট ও উপহার প্রদান করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।