স্টাফ রিপোর্টার, চিতলমারী
বাগেরহাটে দৈনিক ভোরে চেতনার স্টাফ রিপোর্টার সাংবাদিক এস.এম. হায়াত উদ্দিনকে নির্মমভাবে কুপিয়ে হত্যার দ্রুত বিচার ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে চিতলমারীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদ চত্বরে চিতলমারী উপজেলা প্রেসক্লাবের আয়োজনে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এসময় জেলা ও উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক নেতা-কর্মী, সমাজসেবক ও সাধারণ মানুষ অংশ নেন।
চিতলমারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি সেলিম সুলতান সাগরের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চিতলমারী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রুনা গাজী। এছাড়া সাংবাদিক মোল্লা আব্দুর রব, সাংবাদিক রিফাত আল মাহামুদ, চিতলমারী প্রেসক্লাবের সভাপতি একরামুল হক মুন্সি, সাংবাদিক তাওহিদুর রহমান বাবু, সাংবাদিক প্রদীপ মণ্ডল, সাংবাদিক শফিকুল ইসলাম সাফা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নেয়ামত আলী খান, শিক্ষক সাফায়েত হোসেন, যুবদল নেতা জয়নুল ভারভেজ সুমন প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, এস.এম. হায়াত উদ্দিনকে নির্মমভাবে কুপিয়ে হত্যার ঘটনা দেশে সাংবাদিকদের নিরাপত্তাহীনতার প্রমাণ। শুধু বাগেরহাটই নয়, সারা দেশেই এখন সাংবাদিকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। সাংবাদিক এস.এম. হায়াত উদ্দিনের হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির নিশ্চয়তা দিতে হবে। পাশাপাশি সরকারের কাছে সাংবাদিক সুরক্ষার আইন বাস্তবায়নের দাবি জানানো হয়।