কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার প্রায় ২৫টি স্থানে লক্ষ্মী প্রতিমার হাট জমে উঠেছে। প্রতিটি হাটে সনাতন ধর্মাবলম্বীরা দুর্গাপূজার বিজয় দশমীর পর থেকে গোজাগরী লক্ষ্মীদেবীর পূজার জন্য লক্ষ্মী প্রতিমা কিনে নিয়ে যাচ্ছেন। চলতি বছরের গোজাগরী লক্ষ্মীদেবীর পূজা আগামীকাল সোমবার (৬ অক্টোবর) দুপুর ১২টা ৫৫ মিনিট থেকে শুরু হয়ে মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ৯টা ৪৮ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে।
কোটালীপাড়া উপজেলার কালিগঞ্জ, পীড়ারবাড়ী, কান্দি, ধারাবাশাইল, শুয়াগ্রাম, চৌধূরীরহাট, ঘাঘরবাজার, কলাবাড়ি, রামশীল, ওয়াপদারহাট, নৈয়ারবাড়ি, রাধাগঞ্জ, ভাঙ্গারহাট, মনোহর মার্কেট, পশ্চিমপাড়, রাজাপুর, কুশলা, লাখিরপাড়, হিরণসহ প্রায় ২৫টি স্থানে লক্ষ্মী প্রতিমার এই জমজমাট হাট বসেছে।
পশ্চিমপাড় গ্রামের মৃৎ শিল্পী রঞ্জিত পাল জানান, শত বছরের পুরনো ঐতিহ্য হিসেবে কোটালীপাড়া উপজেলার এসব স্থানে লক্ষ্মী প্রতিমার হাট বসে আসছে। পূর্বপুরুষদের থেকেই এই ঐতিহ্য আমাদের কাছে এসেছে। আমরা নিজেও হাতে তৈরি প্রতিমা বিক্রি করি এবং সেগুলো প্রতিটি হাটে ভালো বিক্রি হয়। এখানে এলাকার সনাতন ধর্মাবলম্বীদের ঘরে ঘরে লক্ষ্মীপূজা অনুষ্ঠিত হয়, তাই প্রতিমার চাহিদাও অনেক বেশি।
প্রতিমা ক্রেতা অমি দাস অনিক এবং পরিমল বালা বলেন, “আমরা ঘরে ঘরে লক্ষ্মীপূজা করি। লক্ষ্মীদেবী তুষ্ট হলে পরিবারের মধ্যে সুখ, শান্তি ও সমৃদ্ধি আসে। এই বিশ্বাস থেকেই আমরা ছোটবেলা থেকেই এসব হাট থেকে প্রতিমা কিনে আসছি।”
কোটালীপাড়া কেন্দ্রীয় কালী মন্দিরের সভাপতি প্রফেসর গৌরাঙ্গলাল চৌধুরী বলেন, “কোটালীপাড়ার প্রতিটি ঘরে ঘরে গোজাগরী লক্ষ্মীপূজার উৎসব হয়। এর আগে থেকে প্রায় ৫-৬ দিন ধরে লক্ষ্মী প্রতিমার হাট বসে। এখানে উৎসবমুখর পরিবেশে লক্ষ্মীদেবীর ভক্তরা প্রতিমা কেনাকাটা করেন। আমি বিশ্বাস করি, এই ঐতিহ্যবাহী হাটগুলো আরও শত শত বছর ধরে টিকে থাকবে।”