Nabadhara
ঢাকারবিবার , ৫ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মনপুরায় মা ইলিশ শিকারে নিষেধাজ্ঞা অমান্য, এক জেলে আটক

মনপুরা (ভোলা) প্রতিনিধি
অক্টোবর ৫, ২০২৫ ৬:০৬ অপরাহ্ণ
Link Copied!

মনপুরা (ভোলা) প্রতিনিধি

ভোলার মনপুরায় মা ইলিশ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার সময় এক জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ।

শনিবার (০৪ অক্টোবর) রাত ১০টায় উপজেলার হাজীর হাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রাম সংলগ্ন মেঘনা নদীর পূর্ব পাশে অভিযান চালিয়ে মৎস্য বিভাগ ওই জেলেকে আটক করে।

আটককৃত জেলে হলেন হাজীর হাট ইউনিয়নের ৯নং ওয়ার্ডের হাজীর চর এলাকার আব্দুল মালেকের ছেলে মোঃ ইউসুফ মাঝী।

উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মোঃ মনিরুল ইসলাম জানান, মা ইলিশ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞার সময় অভিযান পরিচালনা করার সময় চরফৈজুদ্দিন গ্রামের মফিজের হালট সংলগ্ন মেঘনা নদীতে মাছ ধরার সময় একটি নৌকাকে ধাওয়া দেওয়া হয়। পরে নৌকাটি ভূঁইয়ার হাট স্লুইজ গেট এলাকায় পৌঁছালে স্থানীয় কয়েকশ মানুষ মৎস্য বিভাগের কর্মকর্তাদের ইটপাটকেল নিক্ষেপ এবং লগি দিয়ে আঘাত করে। খবর পেয়ে মনপুরা নৌ কন্টিনজেন্ট থেকে নৌ বাহিনীর সদস্যরা এসে মৎস্য কর্মকর্তাদের উদ্ধার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে মৎস্য বিভাগের নৌকায় থাকা দুই মাঝী আহত হন।

অপরদিকে নৌ বাহিনীর সদস্যরা মাছ ধরার নৌকার মাঝী মোঃ ইউসুফকে আটক করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে অতিরিক্ত দায়িত্বে থাকা উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমদ আখন্দ জানান, নিষেধাজ্ঞার সময় অভিযান পরিচালনা করে একজন জেলেকে আটক করা হয়েছে। ঘটনার ব্যাপারে থানায় নিয়মিত মামলা প্রস্তুতি চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।