Nabadhara
ঢাকাসোমবার , ৬ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কুলিয়ারচরে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
অক্টোবর ৬, ২০২৫ ২:৫১ অপরাহ্ণ
Link Copied!

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ছয়সূতী ও দ্বাড়িয়াকান্দি বাসস্ট্যান্ডের মাঝামাঝি কাঁঠালতলী এলাকা থেকে আনুমানিক ৩৫ বছরের এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৬ অক্টোবর) সকালে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তা উদ্ধার করে।

 

স্থানীয়দের মতে, ওই নারীকে প্রায়ই কুলিয়ারচরের বিভিন্ন বাজার ও বাসস্ট্যান্ড এলাকায় ঘোরাফেরা করতে দেখা যেত। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। অনেকেই তাকে চিনলেও কেউ তার পারিবারিক পরিচয় জানতেন না। স্থানীয়রা জানান, ওই নারী প্রায়ই চলন্ত গাড়ির কাছে যেতেন এবং কখনও কখনও গাড়িতে ধাক্কা দিতেন। মরদেহের মাথা ও মুখে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলেও তারা জানান।

 

কুলিয়ারচর থানার ওসি হেলাল উদ্দিন বলেন, “সকাল ৮টার দিকে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। যেহেতু ঘটনাস্থল হাইওয়ে থানার আওতাধীন, ভৈরব হাইওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে, তারা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।”

 

ভৈরব হাইওয়ে থানার এসআই শামীম আল মামুন জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো যানবাহনের ধাক্কায় ওই নারীর মৃত্যু হয়েছে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।