Nabadhara
ঢাকাসোমবার , ৬ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

অবৈধ নিয়োগকৃত অদক্ষ কর্মকর্তাদের বরখাস্তের দাবিতে মানববন্ধন পত্নীতলায়

Link Copied!

হাসান শাহরিয়ার পল্লব পত্নীতলা ( নওগাঁ) প্রতিনিধি

দেশের বৃহত্তম বেসরকারি ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ ও অদক্ষ কর্মীদের কারণে কোটি, কোটি টাকার ক্ষতির খবর প্রকাশের পর এর প্রতিবাদে পত্নীতলায় নজিপুর বাস স্ট্যান্ড মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ অক্টোবর) সকাল ৯ টায় ইসলামী ব্যাংক, নজিপুর শাখার নিচে সড়কের পাশে এই কর্মসূচি পালন করে ইসলামী ব্যাংক সাধারণ গ্রাহকগণ।

সমবেশ সূত্রে জানা যায়, ইসলামী ব্যাংকের এস আলম গ্রুপ-সংশ্লিষ্ট ব্যবস্থাপনায় ২০১৭ সাল হতে কোনো পরীক্ষা বা বিজ্ঞপ্তি ছাড়াই ৮ হাজারের বেশি অর্ধশিক্ষিত ও অদক্ষ কর্মী নিয়োগ দেওয়া হয়। এই নিয়োগের কারণে ব্যাংকটি প্রতিবছর প্রায় ১,৫০০ কোটি টাকা লোকসানের মুখে পড়ে, যা সাত বছরে দাঁড়িয়েছে ১০ হাজার কোটি টাকায়। এই প্রেক্ষাপটে শনিবারের মানববন্ধনে বক্তারা অবিলম্বে ইসলামী ব্যাংকসহ দেশের ব্যাংকিং সেক্টরের অবৈধ নিয়োগ বাতিল ও যোগ্যতা ও মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করার দাবি জানান। মানববন্ধনে বক্তব্য রাখেন, হারুন নুর রশিদ,আক্তার ফারুক, মোঃ সোহেল, ইয়াকুব আলী প্রমুখ।

বক্তারা বলেন, অর্ধশিক্ষিত ও রাজনৈতিক প্রভাবে নিয়োগপ্রাপ্ত কর্মীদের কারণে ব্যাংকিং খাত ধ্বংসের মুখে। আমরা চাই, মেধা ও যোগ্যতার ভিত্তিতে দেশের ব্যাংকগুলোতে নিয়োগ হোক, যাতে জনগণের আমানত নিরাপদ থাকে।

তারা আরও দাবি জানান, ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত এস আলম কর্তৃক প্রদত্ত সব অবৈধ নিয়োগ বাতিল করতে হবে। দেশের সব অঞ্চল থেকে মেধা যাচাইয়ের মাধ্যমে দক্ষ ও যোগ্য কর্মকর্তা নিয়োগ দিতে হবে। পাচার হওয়া অর্থ ফেরত এনে গ্রাহকদের স্বার্থ রক্ষায় সরকারকে উদ্যোগ নিতে হবে। ব্যাংকের ভাবমূর্তি নষ্টকারী অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। অন্যথায় ভবিষ্যতে কঠোর আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ে রাজপথে নামতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।