কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শৌলজালিয়া ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে রবিবার সন্ধ্যা ৭টায় উপজেলার বিনাপানি কে বি কে মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় কাঠালিয়া সদর স্পোটিং ক্লাব একাদশ বনাম মুন্সিরাবাদ তাকরিম স্পোটিং ক্লাব অংশ গ্রহন করেন। ৬০ মিনিটের খেলায় কোন দল গোল করতে না পারায় ট্রাইবেকারে তাকরিম স্পোটিং ক্লাব ৩-২ গোলে কাঠালিয়া সদর স্পোটিং ক্লাবকে হারায়।
পরে বিজয়ীদের হাতে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরন করেন, নিউর্য়ক দক্ষিনের বিএনপির সভাপতি ও ঝালকাঠি ১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোঃ হাবিবুর রহমান সেলিম রেজা। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাজাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট নুর হোসেন, ঢাকা মহানগর উত্তরের ছাত্রদলের নেতা হাদিস হাওলাদার, ঢাকা মহানগর উত্তরের যুবদল নেতা সাদ্দাম হোসেন খান ও রাজাপুর সাতুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান গাজীসহ দলীয় নেতা কর্র্মিরা ছাড়াও বিভিন্ন শ্রেনী পেশার হাজার হাজার মানুষ খেলা উপভোগ করেন।