কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
ঝালকাঠির কাঠালিয়ায় বিষখালী নদীতে মা ইলিশ ধরার অপরাধে ভ্রাম্যমান আদালত ৩ জন জেলেকে কারাদন্ড দিয়েছেন।
আজ সকালে কাঠালিয়া উপজেলার বিষখালী নদীতে অভিযান চালিয়ে ৩ জেলেকে আটক করে প্রত্যেককে ১ মাস করে সশ্রম কারাদন্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম।
উপজেলা মৎস্য কর্মকর্তা নাহিদা আক্তার ও থানা পুলিশের একটি দল অভিযানে অংশ নেন।
দন্ডপ্রাপ্তরা জেলেরা হলেন- বরগুনা জেলার বেতাগী উপজেলার জোপখালি গ্রামের মোঃ আলম মৃধার ছেলে মোঃ আরিফ মৃধা, মোঃ বাদল মৃধার ছেলে মোঃ সুজন মৃধা ও মোঃ জয়নাল মৃধার ছেলে মোঃ মিরন মৃধা। উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ যৌথ ভাবে এ অভিযান পরিচালনা করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।