ফেনী প্রতিনিধি
ফেনীর সোনাগাজী উপজেলায় দীর্ঘদিন পলাতক থাকা এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে সোনাগাজী মডেল থানার একটি অভিযানে চরমজলিশপুর ইউনিয়নের চান্দলা গ্রাম থেকে গ্রেফতার করা হয় জসিম উদ্দিন পাটোয়ারী (৫০) নামের ওই ব্যক্তিকে। তিনি একই গ্রামের মৃত আবুল কালামের ছেলে।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, জসিম উদ্দিন কুমিল্লায় সংঘটিত একটি ডাকাতি ও হত্যা মামলায় ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত। কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালত তাকে এই সাজা দেন। দীর্ঘদিন আত্মগোপনে থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হয়ে রবিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি সাইফুল আলম।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।