গোয়ালন্দ (রাজবাড়ী)প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের তেনাপচাঁ আশ্রয়ন প্রকল্পে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১০ টি পরিবারের প্রত্যেককে সাড়ে ৭ হাজার টাকা করে অর্থ সহায়তার চেক বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাহিদুর রহমান।
এ সময় তিনি ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে আসতে সমাজের বিত্তবান ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে এগিয়ে আসার আহবান জানান।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে সোমবার (৬ অক্টোবর) দুপুর দেড়টার সময় গোয়ালন্দ উপজেলা দেবগ্ৰাম ইউনিয়নের ক্ষতিগ্রস্ত আশ্রয়নের সামনে সহায়তা প্রদান করা হয়।
চেক বিতরনকালে আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বকর, উপজেলা সমবায় কর্মকর্তা ও দেবগ্ৰাম ইউনিয়নের প্রশাসক মোঃ রুহুল আমিন,দেবগ্ৰাম ইউনিয়নের সচিব মোঃ মামুন , উপ-সহকারী প্রকৌশলী মোঃ সাদিকুর রহমান প্রমূখ।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) মোঃ নাহিদুর রহমান বলেন,
“ কয়েকদিন আগে এই ১০ টি পরিবার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়ে একেবারে নিঃস্ব, আমরা ঘটনাটি জানার পরেই শুকনো খাবারের ব্যবস্থা করেছিলাম। এরপর আজকে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে প্রত্যেক পরিবারকে সাড়ে ৭ হাজার করে টাকা পরিবারের সদস্যদের কাছে তুলে দিয়েছি। এটা দিয়ে তারা ঘর তৈরি বা অন্য যেটা তাদের জরুরী প্রয়োজন তাই করবে। আমি আপনাদের মাধ্যমে আরো আহ্বান রাখতে চাই যে, গোয়ালন্দে অনেক প্রবাসী ভাইয়েরা আছেন যারা বিভিন্ন ভাবে আর্থিক সহায়তা করে থাকেন,যেমন” গোয়ালন্দ প্রবাসী ফোরাম আছে ” আপনার চেষ্টা করবেন এই অসহায় পরিবার গুলোর পাশে দাঁড়ানোর জন্য। আপনাদের একটু সহযোগিতা এই অসহায় পরিবারগুলো ঘরবাড়ি তৈরি করে একটু শান্তিতে থাকতে পারবে।”
উল্লেখ্য গত ২৯ শে সেপ্টেম্বর দিনগত রাত ৩ টার দিকে বৈদ্যুতিক শার্ট সার্কিট হতে সৃষ্ট আগুনে আশ্রয় কেন্দ্রের ১০টি পরিবার সর্বশান্ত হয়ে যায়।