স্টাফ রিপোর্টার, চিতলমারী
বাগেরহাটের চিতলমারী উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা জাসাস-এর সভাপতি ও বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক নার্গিস আক্তার লুনা।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন চিতলমারী উপজেলা জাসাস-এর সাবেক সভাপতি ও চিতলমারী প্রেসক্লাবের সভাপতি মোঃ একরামুল হক মুন্সি।
সঞ্চালনায় ছিলেন উপজেলা জাসাস-এর সাবেক সাধারণ সম্পাদক শহিদুল হক টিপু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চিতলমারী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফজলুল হক, সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবিব ঠান্ডু, সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট অসিম সমাদ্দার, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট রুনা গাজী, বিএনপি নেতা মোঃ রাজু মুন্সি ও সাংস্কৃতিক কর্মী তানজির মুন্সি।
মতবিনিময় সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।