খুলনা প্রতিনিধি
আওয়ামী লীগের নিষিদ্ধ কার্যক্রমে সম্পৃক্ততার অভিযোগে খুলনার রূপসা উপজেলা যুব মহিলা লীগের সভাপতি আকলিমা খাতুন তুলিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দিবাগত রাত ১২টা ১৫ মিনিটের দিকে উপজেলার নৈহাটি ইউনিয়নের সিংহের চর এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, আকলিমা খাতুন তুলি শুধু উপজেলা যুব মহিলা লীগের সভাপতি নন, তিনি জেলা যুব মহিলা লীগের সহ-সভাপতির দায়িত্বেও রয়েছেন। দলের কার্যক্রমে নিষেধাজ্ঞা জারি থাকা সত্ত্বেও তিনি অনলাইনে আওয়ামী লীগের পক্ষে সক্রিয় ছিলেন এবং গোপনে সংগঠন পুনর্গঠনের চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। এ ছাড়া তার বিরুদ্ধে দলীয় বৈঠক আয়োজন এবং প্রচার-প্রচারণা চালানোর অভিযোগও রয়েছে।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, “সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৩ ফেব্রুয়ারি দায়ের করা একটি রাজনৈতিক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।”
এ বিষয়ে জেলা ও উপজেলা আওয়ামী লীগ বা যুব মহিলা লীগ নেতাদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, সম্প্রতি দেশের রাজনৈতিক অঙ্গনে নিষিদ্ধ কার্যক্রমের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সক্রিয় ভূমিকায় রয়েছে।