Nabadhara
ঢাকাসোমবার , ৬ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

পি আর পদ্ধতিতে নির্বাচন হলে দেশে ফ্যাসিবাদ সৃষ্টি হবে না–পীর চরমোনাই

একে মিলন সুনামগঞ্জ প্রতিনিধি
অক্টোবর ৬, ২০২৫ ৬:২৮ অপরাহ্ণ
Link Copied!

একে মিলন সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জে ইসলামি আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৬ অক্টোবর বিকাল ৪টায় শহরের পুরাতন বাসস্ট্যান্ডে এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দলের আমীর ও পীর চরমোনাই মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জুলাই সনদ ও পিআর পদ্ধতি অনুসারে নির্বাচন আয়োজনের দাবি, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, গণহত্যার বিচার দৃশ্যমান করা এবং বিশেষ ট্রাইবুনাল গঠন করে ভারতীয় তাবেদার ও ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের বিচার এবং বিচার চলাকালীন তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গণ সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামি আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ শাখার সভাপতি শহিদুল ইসলাম পলাশী,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) হাফিজ মাওলানা মাহমুদুল হাসান, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মুহাম্মাদ আব্দুল মুছাব্বির রুনুসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

পীর চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম প্রধান অতিথির বক্তব্যে বলেন,আনুপাতিক প্রতিনিধিত্ব পি আর পদ্ধতিতে নির্বাচনের পক্ষে মত দিতে হবে। তিনি বলেন, “পি আর পদ্ধতিতে নির্বাচন হলে দেশে ফ্যাসিবাদ সৃষ্টি হবে না এবং জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠিত হবে।” তিনি আরও বলেন, অপরাধীদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে এবং ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় সকলকে একযোগে কাজ করতে হবে। ​গণ সমাবেশে উপস্থিত তার দলের কর্মীদের জনগণের অধিকার আদায় এবং একটি ইসলামি শাসনতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। বক্তব্য শেষে সুনামগঞ্জ জেলার পাঁচটি আসনে ইসলামি আন্দোলন বাংলাদেশ এর হাতপাখা প্রতীকের প্রার্থী ঘোষণা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।