Nabadhara
ঢাকাসোমবার , ৬ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বকশীগঞ্জ ইউএনওর হস্তক্ষেপে জিনিয়া ওমর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যুৎ সংযোগ স্থাপন

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
অক্টোবর ৬, ২০২৫ ৭:৩৫ অপরাহ্ণ
Link Copied!

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জ পৌর এলাকায় অবস্থিত জিনিয়া ওমর মডেল একাডেমি সরকারি প্রাথমিক বিদ্যালয় অবশেষে বিদ্যুতের আলোয় আলোকিত হয়েছে। সোমবার (৬ অক্টোবর) ইউএনও শাহ জহুরুল হোসেনের হস্তক্ষেপে অবশেষে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে।  বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত এই বিদ্যালয়ে কোনো বিদ্যুৎ সংযোগ ছিল না। মূলত স্কুলের পার্শ্ববর্তী জমির মালিকের আপত্তির কারণে বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব হচ্ছিল না। বিষয়টি জানতে পেরে দীর্ঘদিনের ভোগান্তির পর সম্প্রতি প্রশাসন এই সমস্যা সমাধানে উদ্যোগ নেয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ জহুরুল হোসেন এবং সহকারী কমিশনার (ভূমি) আসমাউল হুসনা এর সক্রিয় সহযোগিতায় এই অচলাবস্থার নিরসন হয়। জানা যায়, সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনার মাধ্যমে কয়েক দফায় জমির মালিকের সঙ্গে আলোচনা করা হয়।

আলোচনার ফলস্বরূপ সমস্যার সমাধান হলে সোমবার (৬ অক্টোবর) বিদ্যুৎ সংযোগের কাজ সম্পন্ন করা হয়। বিদ্যুৎ সংযোগ প্রদানের সময় উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহ জহুরুল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) আস মাউল হুসনা, উপজেলা শিক্ষা অফিসার আবু হাসান রেজাউল করিম এবং পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম আকবর হোসেন, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ফরিদুজ্জামান সহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন । তাদের উপস্থিতিতে বিদ্যুতের খুঁটি স্থাপন করে সংযোগ দেওয়া হয়। এই সফল উদ্যোগের ফলে আগামীকাল স্কুল খোলার দিন থেকেই ছাত্রছাত্রীরা ফ্যানের বাতাস এবং ক্লাসরুমে পর্যাপ্ত আলো পাবে। দীর্ঘদিন ধরে বিদ্যুৎবিহীন অবস্থায় পাঠদান চললেও এখন থেকে পরিবেশ হবে আরো স্বস্তিদায়ক।

উপজেলা প্রশাসনের এমন সময়োপযোগী হস্তক্ষেপে স্থানীয় অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকারা সন্তোষ প্রকাশ করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।