হাবিবুল বারি হাবিব, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
ইসলামী ব্যাংকসহ দেশের বিভিন্ন ব্যাংকিং খাতে এস আলম গ্রুপের অবৈধ নিয়োগ ও একচ্ছত্র দখলদারিত্ব বাতিলের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্যবিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদ, শিবগঞ্জ উপজেলা ।
সোমবার (৬ অক্টোবর) চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ইসলামী ব্যাংকের সামনে আয়োজিত এ মানববন্ধন অনুষ্ঠিত হয় ।
এসময় বক্তারা ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত এস আলম গ্রুপের প্রভাবে ইসলামী ব্যাংকে অবৈধ সকল নিয়োগ বাতিল এবং শিবগঞ্জ সহ স্ব স্ব এলাকার জমাকৃত অর্থ সেই এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজে বিনিয়োগের দাবি জানান ।
মানববন্ধনে বক্তারা বলেন, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা দেশের অর্থনীতিতে জোরালো ভূমিকা রাখে । কেননা এই উপজেলায় দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর সোনামসজিদ স্থলবন্দর অবস্থিত । এছাড়াও দেশের অর্থনীতির অন্যতম হাতিয়ার আম উৎপাদনে শীর্ষ স্থানে রয়েছে এই উপজেলা । অথচ বিনিয়োগের অভাবে এই উপজেলার প্রধান সড়কটি এখনো চার লেনে রূপান্তরিত হয় নি । অপরদিকে আম সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণে বিনিয়োগের অভাবে আমের ন্যায্য মূল্য পাচ্ছেনা এই অঞ্চলের চাষীরা । কিন্তু শিবগঞ্জ অঞ্চলের ইসলামী ব্যাংকে জমাকৃত অর্থ গত স্বৈরাচার সরকারের সময় থেকে সেই চট্টগ্রামে নিয়ে গিয়ে নিজস্ব লোকদের পকেটে ঢেলে দেয়া হয়েছে । এজন্য এই অঞ্চলের জমাকৃত অর্থ এই অঞ্চলেরই উন্নয়নে বিনিয়োগের দাবী জানান বক্তারা । একইসঙ্গে সেই এস আলম গ্রুপের কর্তাদের পারিবারিক সকল অযোগ্য লোকদের নিয়োগ বাতিল করে সারা দেশ থেকে মেধা যাচাইয়ের মাধ্যমে সৎ ও যোগ্য প্রার্থী নিয়োগের মাধ্যমে গ্রাহকদের হয়রানি বন্ধেরও আহ্বান জানান তারা ।
মানববন্ধনে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম এর পক্ষে শিবগঞ্জ শিল্প ও বনিক সমিতির সভাপতি আলহাজ্ব মো: ইউসুফ আলী, ব্যবসায়ী ও অধ্যাপক জহিরুল কাইউম বাবর সহ আরও অনেকে বক্তব্য রাখেন ।