মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
সারা দেশের মতো বাগেরহাটের মোল্লাহাট উপজেলায়ও ৬ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে গেছেন স্বাস্থ্য সহকারীরা। ১ অক্টোবর ২০২৫ থেকে শুরু হওয়া এই কর্মবিরতির ফলে ইপিআই টিকাদান কর্মসূচি, আসন্ন টিটিসি ক্যাম্পেইনসহ সকল প্রকার সরকারি স্বাস্থ্যসেবা কার্যক্রমে স্থবিরতা নেমে এসেছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (EPI) এবং তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা কার্যক্রমে নিয়োজিত স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকরা তাদের দাবিগুলো বাস্তবায়নের লক্ষ্যে এই কর্মবিরতি পালন করছেন।
সোমবার (৬ অক্টোবর) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় চত্বরে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন (বিএইচএএ) মোল্লাহাট উপজেলা শাখার উদ্যোগে ব্যানার টানিয়ে এবং বক্তব্যের মাধ্যমে কর্মবিরতির যৌক্তিকতা তুলে ধরা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন—বিএইচএএ মোল্লাহাট শাখার প্রধান সমন্বয়ক মোঃ হাচান ফকির, সভাপতি মোঃ জাহাঙ্গীর শিকদার, সাধারণ সম্পাদক মোঃ মিরান মোল্লা, সাংগঠনিক সম্পাদক আলি মাসুদ, কোষাধ্যক্ষ নাদিরা পারভিন, প্রচার সম্পাদক রুমা খানম এবং প্রধান উপদেষ্টা আব্দুর রাজ্জাক হাওলাদার।
বক্তারা বলেন, “দীর্ঘদিন ধরে আমরা যৌক্তিক দাবি জানিয়ে আসছি, কিন্তু কর্তৃপক্ষ কোন কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। তাই বাধ্য হয়ে কর্মবিরতিতে গিয়েছি। দাবি বাস্তবায়ন না হলে আন্দোলন আরও তীব্র হবে।”
উল্লেখ্য, স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবির মধ্যে রয়েছে:
১. নিয়োগবিধি সংশোধন,
২. ইন-সার্ভিস প্রশিক্ষণের ব্যবস্থা,
৩. ১৪তম গ্রেডে উন্নীতকরণ,
৪. টিকা কর্মসূচিতে নিরাপত্তা নিশ্চয়তা,
৫. পর্যাপ্ত জনবল নিয়োগ,
৬. অন্যান্য প্রশাসনিক সুবিধা নিশ্চিতকরণ।
এই কর্মবিরতির ফলে উপজেলার টিকাদান কার্যক্রম এবং প্রাথমিক স্বাস্থ্যসেবার উপর নেতিবাচক প্রভাব পড়ছে বলে জানা গেছে। জনসাধারণের মাঝে উৎকণ্ঠা বিরাজ করছে।