Nabadhara
ঢাকাসোমবার , ৬ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

দেবহাটা উপজেলার ২টি ইউনিয়নে বিএনপির কাউন্সিল সম্পন্ন

Link Copied!

আর.কে.বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

উৎসবমুখর আমেজে দেবহাটা উপজেলার কুলিয়া ও সখিপুর ইউনিয়নে বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২টি ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক বেছে নিতে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর ওয়ার্ড কাউন্সিলররা দুপুর ৩টা থেকে বিরামহীনভাবে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত কুলিয়া ইউনিয়নে বহেরা আজিজুল তছিমুদ্দিন মাধ্যমিক বিদ্যালয় ও সখিপুর ফাজিল মাদ্রাসায় সুন্দর পরিবেশে স্বতঃস্ফূর্তভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রার্থীদের প্রচারণা ছিল দৃষ্টি নন্দন চোখে পড়ার মতন। যা নির্বাচনের মাধ্যমে অনুকূল পরিবেশ ফিরে পেয়েছে। এছাড়া সাধারণ মানুষের মাঝে ছিল উৎসাহ ও আনন্দমুখর। নির্বাচনে কুলিয়া ইউনিয়নে সভাপতি হিসেবে হামীদুল হক শামীম, সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন বাবলু ও সাংগঠনিক সম্পাদক তুহিন হোসেন নির্বাচিত হয়েছেন।

এছাড়া সখিপুর ইউনিয়নে সভাপতি হিসেবে সাবেক ছাত্রনেতা এবাদুল ইসলাম, সাধারন সম্পাদক আবুল হোসেন বকুল ও সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান নির্বাচিত হয়েছেন। এসময় ফলাফল ঘোষনা অনুষ্ঠানে ও নির্বাচনের সার্বিক দিক মনিটরিং করেন প্রধান অতিথি বিএনপির জেলা শাখার আহবায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ, জেলা শাখার সদস্য সচিব জনাব আবু জাহিদ ডাবলু, জাতীয়তাবাদী দলের সাতক্ষীরা জেলা শাখার সদস্য ও দেবহাটা উপজেলা শাখার সাবেক আহবায়ক শেখ সিরাজুল ইসলাম, জেলা শাখার সদস্য ও দেবহাটার সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকীসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ ভোট কেন্দ্রে পর্যবেক্ষণ করেন।

কেন্দ্রের নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করছেন জেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মাসুম বিল্লাহ শাহিন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।