আমিনুল ইসলাম, দুর্গাপুর (রাজশাহী)
রাজশাহীর দুর্গাপুর উপজেলার ক্ষ্মিদ্র লক্ষ্মীপুর গ্রামে সিএনজি ও ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারীসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। সোমবার (৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে দুর্গাপুর-কানপাড়া সড়কে এই দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন—সিমা বেগম (৪৫), স্বামী: জাহাঙ্গীর; নজরুল ইসলাম (৪০), পিতা: মোহসিন, গ্রাম: কিশোরপুর; এবং জহুরুল ইসলাম (৩০), পিতা: বায়জিদ, গ্রাম: শ্রীধরপুর। দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
স্থানীয়দের বরাতে জানা যায়, দুর্ঘটনার সময় একটি সিএনজি কানপাড়া অভিমুখে দ্রুতগতিতে যাচ্ছিল এবং একটি চার্জারভ্যানকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা অপর ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একটি ভ্যান রাস্তার পাশে পুকুরে পড়ে যায়। এতে ভ্যানের যাত্রীরা গুরুতর আহত হন।
স্থানীয়রা অভিযোগ করেন, দুর্গাপুর-কানপাড়া রোডের এই বাঁকটি অতীব ঝুঁকিপূর্ণ এবং এর আগেও এখানে একাধিক দুর্ঘটনা ঘটেছে। এক মাস আগেও একই সড়কে সিএনজি ও নসিমনের সংঘর্ষে একজন নিহত ও দুইজন আহত হয়েছিলেন।
এ বিষয়ে স্থানীয় সাবেক ইউপি সদস্য জিয়াউর রহমান জিয়া বলেন, “এই রাস্তায় বারবার দুর্ঘটনা ঘটছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি রাস্তায় সতর্কতা বোর্ড, গতিনিয়ন্ত্রণ ব্যবস্থা এবং ট্রাফিক চিহ্ন বসান, তাহলে দুর্ঘটনা অনেকটাই কমে আসবে।”
উল্লেখ্য, দুর্গাপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকাসহ স্কুল-কলেজের সামনে প্রায়শই এমন দুর্ঘটনা ঘটছে। এতে জনমনে আতঙ্ক বিরাজ করছে এবং নিরাপদ সড়কের দাবিতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বাড়ছে।