Nabadhara
ঢাকাসোমবার , ৬ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

আলফাডাঙ্গায় কুকুরের কামড়ে আহত শিশুর চিকিৎসা ব্যয় বহনের দায়িত্ব নিল উপজেলা প্রশাসন

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি 
অক্টোবর ৬, ২০২৫ ৯:০৪ অপরাহ্ণ
Link Copied!

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি 

ফরিদপুরের আলফাডাঙ্গায় পত্রিকা বিক্রেতা নূর ইসলামের ছয় বছরের শিশু ছেলে লাবীব-কে কুকুরে কামড়ানোর ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল। মানবিক দৃষ্টিকোণ থেকে শিশুটির সম্পূর্ণ চিকিৎসা ব্যয় বহনের দায়িত্ব নিয়েছে আলফাডাঙ্গা উপজেলা প্রশাসন।

জানা যায়, গত সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে প্রতিদিনের মতো লাবীব স্থানীয় মসজিদে আরবি পড়া শেষে বাড়ি ফেরার পথে হঠাৎ একটি পাগলা কুকুর পিছন থেকে তাড়া করে তার বাম পায়ের উপরের অংশে কামড় দেয়। এতে লাবীব রক্তাক্ত হয়ে পড়ে। তার চিৎকারে পরিবারের সদস্য ও স্থানীয়রা ছুটে এসে দ্রুত আহত শিশুটিকে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

চিকিৎসকরা জানান, শিশুটিকে তাৎক্ষণিকভাবে জলাতঙ্ক প্রতিরোধক ভ্যাক্সিন দেওয়া হয়। তবে সরকারি সরবরাহ না থাকায় পরিবারের পক্ষ থেকে বাইরে থেকে ভ্যাক্সিন কিনতে হয়েছে। প্রতিটি ভ্যাক্সিনের দাম প্রায় ৫০০ টাকা করে, এবং শিশুটিকে তিন দিন পরপর চার ডোজ ভ্যাক্সিন দিতে হবে।

ঘটনাটি জানার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল তাৎক্ষণিকভাবে শিশুটির খোঁজখবর নেন এবং চিকিৎসা ব্যয়ের সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করেন।

তিনি বলেন,ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। একজন পত্রিকা বিক্রেতা তার সন্তানের চিকিৎসার ব্যয় বহন করতে হিমশিম খাচ্ছেন — এটি আমাদের হৃদয় ছুঁয়ে গেছে। তাই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শিশুটির সম্পূর্ণ চিকিৎসা ব্যয়ের দায়িত্ব নেওয়া হয়েছে।

ইউএনও আরও বলেন,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় ভ্যাক্সিন সরবরাহের কার্যক্রম চলছে। পাশাপাশি পথকুকুর নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে নির্দেশনা দেওয়া হয়েছে। সবাইকে রাস্তাঘাটে চলাচলের সময় সতর্ক থাকতে হবে, বিশেষ করে শিশুদের প্রতি বাড়তি নজর রাখতে হবে।

 

স্থানীয়রা উপজেলা প্রশাসনের এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে ইউএনও রাসেল ইকবালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

উল্লেখ্য, ৬ অক্টোবর (সোমবার) দুপুরে ইউএনও রাসেল ইকবাল নিজ হাতে আহত শিশুটির পরিবারের হাতে মানবিক সহায়তা প্রদান করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।