Nabadhara
ঢাকাসোমবার , ৬ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় দুর্বৃ * ত্তদের গু* লিতে ইট-বালি ব্যবসায়ী নি *হত

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
অক্টোবর ৬, ২০২৫ ১০:৩৫ অপরাহ্ণ
Link Copied!

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি

খুলনার কাস্টম ঘাট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে ইমরান মুন্সী (৩৫) নামের এক ইট-বালি ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার (৬ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে নগরীর ১নং কাস্টম ঘাট এলাকার মুন ব্রিকসের অফিসে এ নৃশংস হত্যাকাণ্ড ঘটে। নিহত ইমরান মুন্সী খুলনা সদর থানার ১নং মুন্সিপাড়া এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয়ভাবে ইট-বালি ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের বেলা মুন ব্রিকস অফিসে বসে থাকা অবস্থায় হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত সেখানে ঢুকে পড়ে। একপর্যায়ে তারা ইমরানের মাথায় পিস্তল ঠেকিয়ে কাছ থেকে গুলি করে দ্রুত পালিয়ে যায়। আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের স্বজনদের দাবি, পূর্ব শত্রুতার জের ধরেই পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।”

এদিকে এই হত্যাকাণ্ডে স্থানীয় ব্যবসায়ী মহলে নেমে এসেছে শোকের ছায়া। সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে উৎকণ্ঠা ও নিরাপত্তাহীনতা। তারা বলছেন, নগরীর প্রাণকেন্দ্রে এ ধরনের বর্বরোচিত ঘটনা খুলনার শান্তিপূর্ণ পরিবেশকে প্রশ্নের মুখে ফেলেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।