গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের গৌরনদীতে এসে তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য নুর হোসেন আকাশসহ পাঁচজন ছাত্রদল নেতা হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগে বলা হয়, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের ইসলাম সান্টুর বড় ভাই, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক মেয়র মো. আলাউদ্দিন ভূঁইয়া এবং তার ছেলে উপজেলা ছাত্রলীগের নেতা অনিক ভূঁইয়ার নেতৃত্বে এ হামলা চালানো হয়।
এদিকে, হামলার প্রতিবাদে সোমবার সন্ধ্যায় উপজেলা ছাত্রদল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল গোমস্তার সভাপতিত্বে গৌরনদী বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত এ সমাবেশে উপজেলা, পৌর ও কলেজ কমিটির নেতাকর্মীরা অংশ নেন। বক্তারা হামলাকারী আলাউদ্দিন ভূঁইয়া ও তার পুত্র অনিক ভূঁইয়ার দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
প্রত্যক্ষদর্শী ও ছাত্রদল নেতাদের বরাতে জানা যায়, গত রোববার রাত ৯টার দিকে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বরিশাল থেকে গৌরনদী পৌঁছান নুর হোসেন আকাশ। তিনি আশোকাঠি ফিলিং স্টেশনে জুতা পায়ে শৌচাগারে গেলে পাম্পের কর্মচারী মহিউদ্দিন (২৫) বাধা দেন। এক পর্যায়ে দুজনের মধ্যে কথা কাটাকাটির সময় পাম্পের মালিক আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন ভূঁইয়া ও তার ছেলে অনিক ভূঁইয়া দলবল নিয়ে এসে নুর হোসেন আকাশের ওপর হামলা চালায়। ঘটনার খবর ছড়িয়ে পড়লে উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ রুবেল গোমস্তাসহ শতাধিক নেতা-কর্মী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। হামলার ফলে পাঁচজন ছাত্রদল নেতা আহত হন।
পরদিন সোমবার সকালে আহত নুর হোসেন আকাশ বাদী হয়ে গৌরনদী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। নুর হোসেন আকাশ অভিযোগ করে বলেন, ‘আমি জুতা পায়ে ওয়াশ রুমে গেলে কর্মচারীর সঙ্গে তর্ক হওয়ার মধ্যেই আকস্মীকভাবে আমার উপর পাম্পের মালিক আওয়ামীলীগ নেতা আলাউদ্দিন ও তার ছেলে ছাত্রলীগ নেতা অনিক ভুঁইয়া হামলা চালায়।’
উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ রুবেল গোমস্তা বলেন, ‘কেন্দ্রীয় নেতার ওপর অন্যায়ভাবে হামলা চালানো হয়েছে। বিষয়টি জানতে আমরা ঘটনাস্থলে গেলে পুনরায় দলবল নিয়ে আমাদের ওপর হামলা চালানো হয়।’
হামলার বিষয়ে জানতে আলাউদ্দিন ভূঁইয়া ও তার ছেলে অনিক ভুঁইয়ার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায় নি।
গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, ‘রাতে ছাত্রদল নেতাদের ওপর হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ছাত্রদলের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে, বিষয়টি তদন্ত করা হচ্ছে।’