Nabadhara
ঢাকামঙ্গলবার , ৭ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বাবুগঞ্জে কেদারপুরে যুবদলের জনসংযোগ

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
অক্টোবর ৭, ২০২৫ ২:১০ অপরাহ্ণ
Link Copied!

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বাবুগঞ্জ উপজেলা যুবদল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি ঘরে ঘরে পৌঁছে দিতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে মাঠে নেমেছে। এরই ধারাবাহিকতায় দ্বিতীয় দিনে মঙ্গলবার (৭ অক্টোবর ) বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নে ব্যাপক জনসংযোগ অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে স্থানীয় জনসাধারণের কাছে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করা হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা যুবদলের আহ্বায়ক রকিবুল হাসান রাকিব। ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মীসহ উপজেলা যুবদলের বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, “তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন হলে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে এবং দেশে গণতন্ত্র ও আইনের শাসন ফিরে আসবে।”

কর্মসূচি শেষে এলাকায় লিফলেট বিতরণ ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রাফিল, যুগ্ম আহ্বায়ক ভিপি জুয়েল, মাহমুদুল হাসান লিমন, আমিনুল ইসলাম উজ্জ্বল, মাহমুদুল হাসান রোমান,

দেহেরগতি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বরকত বিশ্বাস, সদস্য সচিব মো. জাকির হোসেন, জেলা যুবদলের সদস্য জিয়া শিকদার,

কেদারপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কামরুল ইসলাম, সদস্য সচিব মোহাম্মদ কাউসার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রতন মৃধা, যুগ্ম আহ্বায়ক তৌফিকুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য টিপু শরিফ প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।