জাবেদ হোসাইন মামুন, ফেনী প্রতিনিধি
ফেনীর সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নে ওয়ারেন্টভুক্ত আসামিকে ধরতে গিয়ে পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে। এতে পুলিশের চার সদস্য আহত হয়েছেন এবং হামলাকারীরা পুলিশের শর্টগান ও ওয়াকিটকি লুট করে নেয়। পরে অভিযান চালিয়ে লুণ্ঠিত অস্ত্র ও ওয়াকিটকি উদ্ধার করা হয় এবং একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনাটি ঘটে সোমবার (৬ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে সোনাগাজীর পশ্চিম আহম্মদ গ্রামে। গ্রেফতার হওয়া যুবকের নাম জাহিদুল ইসলাম রিপন। মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় অভিযান চালিয়ে তার কাছ থেকে লুণ্ঠিত অস্ত্র ও ওয়াকিটকি উদ্ধার করা হয়।
আহত পুলিশ সদস্যরা হলেন—এএসআই সাইদুল, এএসআই মোফাজ্জল, কনস্টেবল হৃদয় ও কনস্টেবল কাঞ্চন মিয়া।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে পুলিশ ওয়ারেন্টভুক্ত আসামি জাহিদুল ইসলাম রিপন ও রফিকুল ইসলাম আরিফকে ধরতে গেলে তাদের পরিবারের সদস্য ও সহযোগীরা পুলিশের ওপর আকস্মিকভাবে হামলা চালায়। তারা দা, ছুরি ও কুড়ালসহ দেশীয় অস্ত্র নিয়ে পুলিশকে ঘেরাও করে এবং সংঘবদ্ধভাবে পুলিশের একটি শর্টগান ও ওয়াকিটকি ছিনিয়ে নেয়।
এ ঘটনার পর সোনাগাজী মডেল থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ যৌথভাবে রাতভর অভিযান চালায়। মঙ্গলবার সকালে জাহিদুল ইসলাম রিপনকে গ্রেফতার করা হয় এবং লুণ্ঠিত অস্ত্র ও ওয়াকিটকি উদ্ধার করা সম্ভব হয়।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “গ্রেফতারকৃত রিপনের বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র আইনসহ ৯টি মামলা রয়েছে। পলাতক অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।”
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে।