Nabadhara
ঢাকামঙ্গলবার , ৭ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনিতে পানি কমিটির অভিজ্ঞতা বিনিময় ও কর্ম পরিকল্পনা সভা অনুষ্ঠিত

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)
অক্টোবর ৭, ২০২৫ ৩:২৮ অপরাহ্ণ
Link Copied!

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)

আশাশুনিতে পানি কমিটির অভিজ্ঞতা বিনিময়, কর্ম পরিকল্পনা প্রণয়ন এবং অগ্রগতি পর্যবেক্ষণ সহজতর করার লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) বেলা ১১টা ৩০ মিনিটে আশাশুনি সরকারি কলেজে এই সভার আয়োজন করা হয়।

 

হেলভেটাস সুইস ইন্টার কো-অপারেশন বাংলাদেশ প্রকল্পের আওতায় ‘উত্তরণ’ এর উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা পানি কমিটির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ মোঃ রুহুল আমিন। উপজেলা কো-অর্ডিনেটর মোঃ ফয়সল মন্ডলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জি এম মুজিবুর রহমান, শফিকুল ইসলাম, আমির হোসেন বাদশা, জাকারিয়া, খালিদ হোসেন, মিথুন অধিকারী, জাহিদুল ইসলাম, মর্জিনা ইসলাম, সালেহা পারভিন, ডা. নূরুল ইসলাম, হযরত আলী, রেদওয়ান, সুভাষ চন্দ্র মন্ডল, আ. রাজ্জাক, আজমল হোসেন, বিধান চন্দ্র ও উজ্জল মন্ডল প্রমুখ।

 

সভায় আশাশুনি উপজেলার জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে আগামী ১৫ অক্টোবর স্মারকলিপি প্রদান ও মানববন্ধন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।