Nabadhara
ঢাকামঙ্গলবার , ৭ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ভাঙ্গায় সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

ফরিদপুর প্রতিনিধি
অক্টোবর ৭, ২০২৫ ৪:১০ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গায় সাংবাদিক মো. সরোয়ার হোসেনের ওপর নৃশংস হামলা এবং অন্যান্য সাংবাদিকদের উপর নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ সংলগ্ন সড়কে এই প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন স্থানীয় সংবাদকর্মীরা।

 

সমাবেশে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশ নেন। বক্তারা দেশব্যাপী সাংবাদিকদের উপর ধারাবাহিক হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “কলম সৈনিকের উপর এ ধরনের বর্বরোচিত হামলা গণতন্ত্র ও মুক্ত গণমাধ্যমের জন্য বড় হুমকি।” তারা দ্রুত হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

 

সমাবেশে বক্তব্য রাখেন—দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিনিধি মামুনুর রশীদ, দৈনিক দিনকাল ও মাইটিভির প্রতিনিধি মো. সরোয়ার হোসেন, সাংবাদিক মাসুম অর রশিদ, মুন্সী মনিরুজ্জামান, এনসিপির আশরাফ শেখ, সাংবাদিক রফিকুল ইসলাম, রবিউল ইসলাম, ওবায়দুর রহমান, মাহামুদুল হক বাহার, আখতারুজ্জামান, জাকারিয়া খান, সানোয়ার হোসেন ও রিপন শেখ প্রমুখ।

 

উল্লেখ্য, গত ১৫ সেপ্টেম্বর দুপুরে ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নের এক শান্তিপূর্ণ সমাবেশ থেকে দুর্বৃত্ত চক্র সাংবাদিক মো. সরোয়ার হোসেনকে কুপিয়ে জখম করে এবং আরও তিনজন সাংবাদিকের ওপর বর্বরোচিত হামলা চালায়। এ ঘটনায় আহত সাংবাদিক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।