Nabadhara
ঢাকামঙ্গলবার , ৭ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে আন্তর্জাতিক প্রবীণ দিবসের র‌্যালি ও আলোচনা

স্টাফ রিপোর্টার নড়াইল
অক্টোবর ৭, ২০২৫ ৪:২৭ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার নড়াইল

“সর্বজনীন মানবাধিকার ঘোষণায় প্রবীণদের জন্য প্রদত্ত প্রতিশ্রæরুতি পূরণে প্রজন্মের ভূমিকা-তুমি পৃথিবী গড়েছো,আজ আমি স্বপ্ন গড়বো সযতেœ তোমায় রাখবো আগলে” প্রতিপাদ্য কে সামনে রেখে নড়াইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসন, প্রবীণ হিতৈষী সংঘ ও জেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

রবিবার (৭অক্টোবর)দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এসে শেষ হয়। সরকারি-বেসরকারি কর্মকর্তা,বীর মুক্তিযোদ্ধা,প্রবীণ হিতৈষী সংঘের সদস্যসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি আলহাজ্ব সামি মোল্যার সভাপতিত্বে প্রধান অতিথি জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান বলেন,প্রবীণদের প্রতি সম্মান প্রদর্শন এবং তাদের অধিকার ও মর্যাদা রক্ষায় তরুণ প্রজন্মকে আরও বেশি সচেতন হওয়ার আহ্বান জানান। এসময় আরোও বক্তব্য রাখেন,জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক জেড এম মিজানুর রহমান, প্রবীণ হিতৈষী সংঘের সাধারন সম্পাদক আলহাজ্জ নূরুল ইসলামসহ প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।