Nabadhara
ঢাকামঙ্গলবার , ৭ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

টুঙ্গিপাড়ায় বিজ এর প্রবীণ দিবসের শোভাযাত্রা ও আলোচনা সভা

টুঙ্গিপাড়া ( গোপালগঞ্জ) প্রতিনিধি
অক্টোবর ৭, ২০২৫ ৫:২৭ অপরাহ্ণ
Link Copied!

টুঙ্গিপাড়া ( গোপালগঞ্জ) প্রতিনিধি

বিজ সমৃদ্ধি কর্মসূচির আওতায়
পিকেএসএফ এর সার্বিক সহযোগিতায়
গোপালগঞ্জ জেলা টুঙ্গিপাড়া উপজেলার ডুমরিয়া ইউনিয়ন এ প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‘একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো, সযত্নে তোমায় রাখবো আগলে’ প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ডুমরিয়া ইউনিয়ন এ বিজ সমৃদ্ধি কর্মসূচির আয়োজনে ৩৫ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) বেলা ১০ ঘটিকায় ডুমরিয়া ইউনিয়ন এর প্রান আইডিয়াল স্কুল থেকে র‌্যালী বের করে প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার স্কুল প্রাঙ্গনে এসে র‌্যালী শেষ হয়। পরে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। প্রান আইডিয়াল স্কুলের হল রুমে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম.বি.বি.এস,বিসিএস(স্বাস্থ্য)
সহকারী সার্জন ডা.আলিফ শাহারিয়া।

বিজ সমৃদ্ধি কর্মসূচির ডুমরিয়া ইউনিয়নের প্রবীণ কমিটির সভাপতি মোহাম্মদ আতিয়ার রহমান এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুমরিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ নিজামুদ্দিন

এ সভায় বিজ সমৃদ্ধি কর্মসূচির উপজেলা সমন্বয়কারী মোস্তাফিজুর রহমান,সহকারী উপজেলা সমন্বয়কারী নিত্য রঞ্জন হালদার, বিজ টুঙ্গিপাড়া শাখার ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ মতিউর রহমান, স্বাস্থ্য কর্মকর্তা সাজিয়ার নাহিদ, সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।