Nabadhara
ঢাকামঙ্গলবার , ৭ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাটে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

জয়পুরহাট প্রতিনিধি 
অক্টোবর ৭, ২০২৫ ৬:৪৭ অপরাহ্ণ
Link Copied!

জয়পুরহাট প্রতিনিধি 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জয়পুরহাটের কালাই উপজেলায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে কালাই উপজেলার পুনট ইউনিয়নের শিকটা ৪নং ওয়ার্ডে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর আয়োজনে এই পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় সভাপতিত্ব করেন শিকটা এ.জি. দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক সানোয়ার হোসেন এবং সঞ্চালনায় ছিলেন পুনট ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোস্তাক আহম্মেদ সিদ্দিকী রিপন।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকার সাবেক ডিসি, বিভাগীয় কমিশনার, সাবেক সচিব ও বিএনপি নেতা আব্দুল বারী। তিনি বলেন, “জয়পুরহাট-২ আসনে (কালাই, ক্ষেতলাল, আক্কেলপুর) দলীয় মনোনয়ন পেলে এবং জনগণের সমর্থনে নির্বাচিত হলে, আমি এই এলাকার উন্নয়নে কাজ করব। দুর্নীতি, ঘুষ, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত একটি প্রশাসনিক পরিবেশ গড়ে তোলা হবে। আইনের শাসন প্রতিষ্ঠা ও নাগরিক অধিকার সুরক্ষায় আমি সর্বোচ্চ ভূমিকা রাখব।”

তিনি আরও বলেন, “আমি চাকরি জীবনে শতভাগ সততার সঙ্গে দায়িত্ব পালন করেছি। আমার অফিস ছিল ঘুষ-দুর্নীতিমুক্ত। আমি যে গ্রামে যাচ্ছি, সেখানেই মানুষ সাড়া দিচ্ছে। বাজার এলাকায় গেলে হাজার হাজার মানুষ জড়ো হয়। এটাই প্রমাণ করে, মানুষ আমাকে ভালোবাসে ও বিশ্বাস করে। আমি এই আস্থা ও ভালোবাসার মূল্য দিতে চাই।”

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কালাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মৌদুদ আলম সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি এ.এইচ.এম. ওবায়দুর রহমান সুইট, ক্ষেতলাল পৌর বিএনপির সভাপতি সহকারী অধ্যাপক আব্দুল আলীম, আক্কেলপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফ ইফতেখার আহম্মেদ রানা এবং কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহমুদুল হাসান এলান।

সভায় স্থানীয় নেতৃবৃন্দ, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।