খুলনা প্রতিনিধি
খুলনার তেরখাদা উপজেলার ৫নং তেরখাদা ইউনিয়ন ও ২নং বারাসাত ইউনিয়নের যৌথ উদ্যোগে গণমিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সনদের ভিত্তিতে ‘পিয়ার পদ্ধতিতে’ আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে আয়োজিত এ কর্মসূচিতে দুই ইউনিয়নের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।
মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে তেরখাদা নতুন বাসস্ট্যান্ড থেকে শুরু হওয়া গণমিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইখড়ি-কাটেঙ্গা সরকারি হাই স্কুলের সামনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে পরিণত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামী তেরখাদা উপজেলা শাখার সেক্রেটারি মু. নাহিদ হাসান বলেন, “দেশে সত্যিকারের শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হলে ইনসাফভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। ইসলামী মূল্যবোধই পারে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে।” তিনি আরও বলেন, “গণমানুষের অধিকার নিশ্চিত করতে জাতীয় সনদের আলোকে নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পথ সুগম করতে হবে।”
সভায় সভাপতিত্ব করেন তেরখাদা ইউনিয়ন জামায়াতের আমীর আবদুস সামাদ লিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারাসাত ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা ইবাদুর রহমান এবং ইউনিয়ন সেক্রেটারি মাসুদুর রহমান।
আলোচনা সভায় বক্তব্য রাখেন জামায়াত নেতা সাজ্জাদুর রহমান রাসেল। তিনি বলেন, “বর্তমান সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে ইসলামী আন্দোলনের প্রয়োজনীয়তা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি। জনগণের অধিকার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।”
কর্মসূচি সঞ্চালনা করেন তেরখাদা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি সাজ্জাদুল ইসলাম রানা। আয়োজনে সহায়ক ভূমিকা পালন করেন আহসান হাবিব টুকু, হাফিজুর রহমান, লিয়াকত আলী, হাফেজ আব্বাস মোল্লা, এস এম আবদুল্লাহ ও মাসুদুর রহমান।
উপস্থিত ছিলেন স্থানীয় জামায়াত নেতা ও কর্মী মো. নূর ইসলাম, মোল্লা তৈয়েবুর রহমান, ইউসুফ আলী, মিলু শেখ, বাবু শেখ, ইলিয়াস শেখ, বিল্লাল মোল্লা, বিল্লাল সরদার, রবিউল শিকদার, আবু তালেব শিকদার ও ইয়ামিন হোসেন।
অনুষ্ঠানে যুবসমাজের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। ছাত্রনেতা মো. ইফরাদ ও হেদায়েত হোসেনের নেতৃত্বে স্থানীয় তরুণরা মিছিল ও সমাবেশে সক্রিয় উপস্থিতি জানান দেন।