মো : সাদ্দাম হোসেন সিলেট প্রতিনিধি
সিলেট জেলা তথ্য অফিসের উদ্যোগে শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় ইউনিসেফ বাংলাদেশ এর আর্থিক সহায়তায় জেলা পর্যায়ে গার্লস গাইড ও বাংলাদেশ স্কাউটসের তরুণ ভলান্টিয়ারদের নিয়ে টাইফয়েড ভ্যাকসিনেশন ক্যাম্পেইন-২০২৫ বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী।
প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম। সময়মত টিকা গ্রহণের কারণে যক্ষা, গুটিবসন্তসহ অনেক প্রাণঘাতী রোগ প্রতিরোধ করা সম্ভব হয়েছে। সময়মত টিকা গ্রহণ করলে টাইফয়েড রোগও প্রতিরোধ করা সম্ভব। তিনি আরো বলেন, আগামী প্রজন্মের সুস্থ ও স্বাভাবিকভাবে বেড়ে উঠতে সচেতনতার কোন বিকল্প নেই। স্কাউট, গার্লস গাইডসহ নতুন প্রজন্মের চিন্তা ও কাজে রয়েছে বিশুদ্ধতা। তাই টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে তরুণ স্বেচ্ছাসেবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
কর্মশালায় টাইফয়েড টিকাদান বিষয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন মেডিকেল অফিসার ডাঃ স্বপ্নীল সৌরভ রায়। টাইফয়েড জ্বরের কারণ লক্ষণ ও প্রতিকারসহ বিস্তারিত তথ্য তুলে ধরে তিনি টাইফয়েড টিকাদানের রেজিস্ট্রেশন ও টিকাদান সম্পর্কিত অন্যান্য বিষয় উপস্থাপন করেন। সিলেট জেলায় এবার টাইফয়েড টিকা প্রদানের লক্ষ্যমাত্রা ১০ লক্ষ ১৬ হাজার ৫০২ টি এবং সিলেট বিভাগের লক্ষ্যমাত্রা প্রায় ৩০ লক্ষ বলে জানান বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাঃ মো. আনিসুর রহমান।
তিনি বলেন, শতভাগ লক্ষ্যমাত্রা অর্জনে স্বাস্থ্য বিভাগ কাজ করছে। টিকা নিয়ে যেন কোন অপপ্রচার বা গুজব ছড়াতে না পারে সেজন্য সংশ্লিষ্ট সকলকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। সভাপতির বক্তব্যে জেলা তথ্য অফিসের পরিচালক মীর মোহাম্মদ আসলাম উদ্দিন বলেন, এ কর্মশালার মাধ্যমে টিকা রেজিস্ট্রেশনসহ টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সম্পর্কে বিস্তারিত জেনে স্কাউট, গার্লস গাইড ও স্বচ্ছাসেবীরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও জনগণকে অবহিত করতে পারবে।
তিনি স্কাউট ও তরুণ স্বেচ্ছাসেবীদের শৃঙ্খলাবদ্ধ সহযোগিতার মাধ্যমে টিকাদান কর্মসূচীকে সফল করতে অগ্রণী ভূমিকা রাখার আহ্ববান জানান। জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক রকিবুল হাসানের সঞ্চালনায় এ কর্মশালায় আরও বক্তব্য প্রদান করেন ইউনিসেফ সিলেট অঞ্চলের প্রধান কাজী দিল আফরোজ ইসলাম, বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চলের উপপরিচালক তাপস কান্তি গোলদার জেলা শিক্ষা অফিসার আবু সাঈদ মো. আব্দুল ওয়াদুদ ও ডেপুটি সিভিল সার্জন ডাঃ জন্মেজয় দত্ত। এছাড়া গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রচার) ডালিয়া ইয়াসমিন ভার্চুয়াললি সংযুক্ত হয়ে বক্তব্য প্রদান করেন।