একে মিলন সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জে সদর উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সুরমা ইউনিয়ন বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে সুরমা ইউনিয়নের হাওলারঘাট বাজার প্রাঙ্গণ মাঠে সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে সুরমা ইউনিয়ন বিএনপির আহবায়ক হোসেন আলী এর সভাপতিত্বে ও জাতীয়বাদী সেচ্ছাসেবক দল সুনামগঞ্জ জেলার যুগ্ম আহবায়ক উমর ফারুকর সঞ্চালনায় সম্মেলনে জাতীয়তাবাদী দল বিএনপির সদর উপজেলা সাবেক সভাপতি জেলা আহবায়ক কমিটির সদস্য সেলিম উদ্দিন ভুট্টো, সম্মেলন উদ্বোধন করেন জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আ স ম খালিদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য দেওয়ান জয়নুল জাকেরীন, সদস্য আবুল মুনসুর শওকত, সদস্য ব্যারিস্টার মোহাম্মদ আবিদুল হক আবিদ, সাবেক প্রচার সম্পাদক মঈন খাঁন ময়না প্রমুখ।
এ সময় জেলা,উপজেলা বিএনপি উপজেলার অন্তর্গত বিভিন্ন ইউনিয়ন বিএনপি, যুবদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সম্মেলনে নেতৃবৃন্দের বক্তব্য শেষে জাতীয়তাবাদী দল বিএনপি সুরমা ইউনিয়ন কমিটির
নবনির্বাচিত সভাপতি হলেন মো: ফিরোজ মিয়া, সাধারণ সম্পাদক মো. সামছুল আলম।