Nabadhara
ঢাকামঙ্গলবার , ৭ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

দুর্বল হয়ে গেছে ঘূর্ণিঝড় ‘শক্তি’

আন্তর্জাতিক ডেস্ক
অক্টোবর ৭, ২০২৫ ৯:৫৪ অপরাহ্ণ
Link Copied!

আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘শক্তি’ উপকূলীয় এলাকায় আঘাত হানার আগেই দুর্বল হয়ে গেছে। মৌসুমের প্রথম এ সামুদ্রিক ঝড়টি শক্তি সঞ্চার করে গত সপ্তাহে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছিল। ওই সময় ভারতের মহারাষ্ট্রে রেড অ্যালার্ট জারি করা হয়।

‘শক্তি’ দুর্বল হয়ে পড়লেও মহারাষ্ট্রের বিভিন্ন জায়গায় মাঝারি থেকে হালকা বৃষ্টিপাত হবে বলে আজ মঙ্গলবার (৭ অক্টোবর) জানিয়েছে ভারতীয় আবহাওয়া বিভাগ। তবে গুজরাটে এটির কোনো প্রভাব পড়বে না।

আবহাওয়া বিভাগ তাদের সর্বশেষ আপডেটে জানিয়েছে, ঘূর্ণিঝড়টি গুজরাটের দরকা শহর থেকে ৯৪০ এবং নালিয়া থেকে ৯৬০ কিলোমিটারের মধ্যে এসেছে। তবে আজই এটি একটি নিম্নচাপে পরিণত হবে।

এরমধ্যে দক্ষিণ গুজরাট এবং সৌরাষ্ট্র-কুচে হালকা বৃষ্টি হবে। এই সময়টায় জেলেদের সাগরে মাছ ধরতে না যাওয়ার আহ্বান জানানো হয়েছে। বৃষ্টির সঙ্গে সেখানে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বাতাসও বইবে।

অপরদিকে আফগানিস্তানের কাছে পশ্চিমাঞ্চলীয় আবহাওয়া গোলযোগ সক্রিয় হওয়ার কারণে বৃষ্টি পরিস্থিতি সৃষ্টি এবং বৃষ্টি হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে।

তিনদিন আগে ঘূর্ণিঝড় শক্তি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নেয়। এটি উপকূলে আছড়ে পড়তে পারে এমন শঙ্কা থেকে পূর্বপ্রস্তুতি নেওয়া শুরু করে ভারতের আবহাওয়া ও সংশ্লিষ্ট বিভাগ। যদিও ওই সময় থেকে বলা হচ্ছিল, এটি উপকূলে নাও আসতে পারে। কিন্তু সাগর উত্তাল হওয়ায় জেলেদের মাছ ধরায় নিষেধাজ্ঞা দেওয়া হয়।

সূত্র: ভাস্কর নিউজ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।