দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর দুর্গাপুরে বাবার কাছে মাদকের টাকা না পেয়ে সোহেল রানা (১৮) নামের এক কলেজছাত্র আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলার নওপাড়া ইউনিয়নের গোপালপুর (সরদারপাড়া) গ্রামে এই আত্মহত্যার ঘটনা ঘটে। নিহত যুবক ওই গ্রামের আব্দুল হাইয়ের ছেলে এবং দাউকান্দি সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোহেল রানা দীর্ঘদিন ধরে মাদকের নেশায় আসক্ত ছিলেন। পরিবার ও প্রতিবেশীর অনেক চেষ্টা সত্ত্বেও তাকে নেশা থেকে ফেরানো সম্ভব হয়নি। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সোহেল তার বাবার কাছে নেশার জন্য টাকা চান। তার বাবা টাকা দিতে অস্বীকৃতি জানিয়ে নিজ পান বরজে কাজে চলে যান। এতে অভিমানে সবার অগোচরে সোহেল নিজ শয়ন কক্ষে রশি টাঙ্গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
পরে তার মায়ের চিৎকারে প্রতিবেশীরা এসে দড়ি কেটে মরদেহ উদ্ধার করেন। খবর পেয়ে দুর্গাপুর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
এ বিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রুজু করা হয়েছে।