জামালপুর প্রতিনিধি
জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নে চাঁদা না দেওয়ার অভিযোগে একটি বিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন স্থানীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি মকবুল হোসেন (ভুট্টো)।
জানা গেছে, জামালপুর সদর উপজেলার ১৪ নং দিগপাইত ইউনিয়নের সাইফুল ইসলাম মেধা সিঁড়ি মডেল স্কুলে গত কয়েকদিন ধরে স্থানীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি মকবুল হোসেন বিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছে চাঁদা দাবি করে আসছিলেন।
বিদ্যালয় কর্তৃপক্ষ সেই অর্থ দিতে অস্বীকৃতি জানালে সোমবার (৬ অক্টোবর) তিনি ক্ষুব্ধ হয়ে বিদ্যালয়ের প্রধান ফটকে তালা লাগিয়ে দেন।ফলস্বরূপ, পরদিন সকালে বিদ্যালয়ে এসে শিক্ষার্থীরা ক্লাসে প্রবেশ করতে না পেরে বিপাকে পড়ে।
শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে এ ঘটনায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।পরবর্তীতে মঙ্গলবার (৭ অক্টোবর) বিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা ঘটনাটির প্রতিবাদে বিদ্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে বক্তারা বিদ্যালয়ে তালা দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অভিযুক্ত স্বেচ্ছাসেবক দলের সভাপতির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন,“শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে এমন অমানবিক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি যাতে ভবিষ্যতে কেউ এমন ঘটনা ঘটাতে না পারে।”
অভিভাবকরা অভিযোগ করেন, এই ধরনের ঘটনা শিক্ষার্থীদের মানসিকভাবে আঘাত করছে এবং পড়াশোনার পরিবেশ নষ্ট করছে।
এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি মকবুল হোসেন (ভুট্টু) সাথে কথা হলে বক্তব্য চাইলে তা দিতে তিনি রাজি হননি।
এ বিষয়ে জামালপুর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল মোমেন আকন্দ (কাউসার) বলেন, দলীয় শৃঙ্খলা বিরোধী কেউ কোনো কর্মকান্ডে লিপ্ত হলে পর্যবেক্ষন করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসার জিন্নাত শহিদ পিংকি গণমাধ্যমকে জানান,অভিযোগের বিষয়ে কোন লিখিত অভিযোগ আসেনি, অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।