রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
খুলনায় আলোচিত স্বাচিপ নেতা ও বিশিষ্ট চিকিৎসক ডা. শেখ বাহারুল আলমের বিরুদ্ধে অনৈতিক সম্পর্ক, আর্থিক অনিয়ম ও পারিবারিক সংকটের অভিযোগ তুলেছেন তার মেয়ে, এপিসি ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর শেখ তামান্না আলম। বুধবার (৮ অক্টোবর) সকালে খুলনা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি পরিবারের মর্যাদা রক্ষায় এসব অভিযোগ প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনে শেখ তামান্না আলম অভিযোগ করেন, তার পিতা প্রতিষ্ঠানের এক বিবাহিতা নারী কর্মকর্তা হেনা রানী ভৌমিকের সঙ্গে দীর্ঘদিন ধরে অনৈতিক সম্পর্কে জড়িত। এই সম্পর্কের কারণে তাদের পরিবার সামাজিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। তিনি জানান, এ সম্পর্ক থেকে প্রায় আঠারো বছর আগে একটি সন্তান জন্মগ্রহণ করেছে এবং বিষয়টি আড়াল করতে তার পিতা নানান অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হন।
তামান্না আরও বলেন, ওই নারীকে প্রতিষ্ঠানের পরিচালক করা, সম্পত্তি আত্মসাৎ, জাল স্বাক্ষরে ব্যাংক ঋণ গ্রহণসহ একাধিক আর্থিক অনিয়ম ঘটেছে। এসব বিষয়ে খুলনা ও বাগেরহাট জেলার বিভিন্ন থানায় মোট বারোটি মামলা বিচারাধীন রয়েছে।
তিনি দাবি করেন, পারিবারিক অনিয়মের প্রতিবাদ করায় তিনি ও তার বোন বিভিন্নভাবে হুমকির মুখে পড়েছেন। আত্মরক্ষার জন্য সোনাডাঙ্গা থানায় একাধিক সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তারা।
শেখ তামান্না আলম বলেন, “আমার উদ্দেশ্য কারও ব্যক্তিগত জীবন আঘাত করা নয়। আমি শুধু আমাদের পরিবারের সম্মান ও ন্যায়বিচার রক্ষা করতে চাই।” তিনি প্রশাসনের প্রতি দ্রুত ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়ে সত্য উদঘাটনের দাবি জানান এবং সাংবাদিক সমাজের সহযোগিতা কামনা করেন।
এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও ডা. শেখ বাহারুল আলমের মন্তব্য পাওয়া যায়নি।