বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের দেহেরগতি গ্রামের দেলোয়ার হোসেন দীর্ঘদিন ধরে মেরুদণ্ডের (স্পাইন) ইনজুরিতে আক্রান্ত হয়ে শয্যাশায়ী অবস্থায় রয়েছেন। অসুস্থতার কারণে তিনি কোনো কাজ করতে পারছেন না। ফলে পরিবারটি চরম আর্থিক সংকটে পড়েছে এবং প্রয়োজনীয় সুচিকিৎসা গ্রহণ করাও সম্ভব হচ্ছিল না।
এমতাবস্থায় অসহায় দেলোয়ার হোসেনের পরিবারের পাশে দাঁড়িয়েছে বাবুগঞ্জ উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ফারুক আহমেদ চিকিৎসা শুরু করার জন্য তাৎক্ষণিকভাবে ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেছেন। এছাড়াও তার পরিবারের সদস্যদের জন্য খাদ্যদ্রব্য সরবরাহের ব্যবস্থা করা হচ্ছে। ভবিষ্যতে উন্নত চিকিৎসার জন্য অন্যান্য দপ্তরের সাথে সমন্বয় করে আরও আর্থিক সহায়তা প্রদান করা হবে বলে জানিয়েছেন ইউএনও মোঃ ফারুক আহমেদ।
মানবিক সহায়তার প্রসঙ্গে ইউএনও বলেন, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। একজন অসুস্থ মানুষের মুখে হাসি ফোটানোর আনন্দই সবচেয়ে বড় প্রাপ্তি। বাবুগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মিজানুর রহমান ও সাংবাদিক শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।