Nabadhara
ঢাকাবুধবার , ৮ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কালাইয়ে নানা আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

মো.মোকাররম হোসাইন, জয়পুরহাট
অক্টোবর ৮, ২০২৫ ৫:০৫ অপরাহ্ণ
Link Copied!

মো.মোকাররম হোসাইন, জয়পুরহাট

“আমি কন্যা শিশু—স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের কালাই উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৫।

বুধবার (৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহফুজা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আক্তার জাহান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইফতেখার রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা তৌহিদা মোহতামিম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুল হাসান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মুনিরুজ্জামান, কালাই থানার ওসি (তদন্ত) দীপেন্দ্র, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী মোঃ মনোয়ারুল হাসান, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আছাদুজ্জামান চৌধুরী, ব্র্যাক প্রতিনিধি কায়েম উদ্দিন, আতাহার যুথী মহিলা উন্নয়ন সমিতির সভানেত্রী হাবিবা জাহান জার্সিয়া, ব্র্যাক সিও রিতু পর্না, সেলপ অফিসার খাতিজা খাতুনসহ অনেকে।

বক্তারা বলেন, কন্যাশিশুদের সুরক্ষা, শিক্ষা, পুষ্টি ও আত্মনির্ভরতা নিশ্চিত করা সময়ের দাবি। তাদের যেন কোনো ধরনের বৈষম্যের শিকার না হতে হয়, সে জন্য পরিবার থেকে সমাজ—সবখানে সচেতনতা তৈরি করতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।