Nabadhara
ঢাকাবুধবার , ৮ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মহম্মদপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

সুব্রত সরকার, মহম্মদপুর (মাগুরা)
অক্টোবর ৮, ২০২৫ ৬:০৭ অপরাহ্ণ
Link Copied!

সুব্রত সরকার, মহম্মদপুর (মাগুরা)

“আমি কন্যা শিশু, স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরার মহম্মদপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় কন্যা শিশু দিবস-২০২৫ পালিত হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও’র দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) জনাব বাসুদেব কুমার মালো। সভাটি সঞ্চালনা করেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন আমিনুর রহমান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মিজানুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কাজী ডা. মো. আবু আহসান, ধোয়াইল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাশেদুল হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আব্দুর রব, মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ তাহমিনা আফরোজ, প্রেসক্লাব মহম্মদপুরের সভাপতি মো. আজিজুর রহমান টুটুল, যুব নেতা মো. খায়রুল আলম, শিক্ষার্থী মারিয়া সুলতানা প্রমুখ।

বক্তারা বলেন, কন্যাশিশুরা দেশের অগ্রগতির অন্যতম শক্তি। তাদের অধিকার, শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি একটি বৈষম্যহীন পরিবেশ গড়ে তুলতে হবে, যেখানে তারা আত্মবিশ্বাসের সঙ্গে বেড়ে উঠতে পারে। এ জন্য পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের সব স্তরে সমান সচেতনতা ও দায়িত্ববোধ জরুরি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।