দাউদ রানা,চৌহালী (সিরাজগঞ্জ)প্রতিনিধি
ভাঙ্গন কবলিত সিরাজগঞ্জের চৌহালীতে যমুনা নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় পাইপ ভেঙে দিয়েছে উপজেলা প্রশাসন।
বুধবার (৮ অক্টোবর ) সকালে উপজেলার আলিয়া মাদ্রাসা ঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১০০০ মিটার পাইপ ভেঙে দেওয়া হয়।
জানা যায়, স্থানীয় প্রভাবশালী কিছু লোকজন ড্রেজার মেশিনে অবৈধভাবে বালু উত্তোলন করছেন। এমন সংবাদে উপজেলা প্রশাসন সেখানে অভিযান পরিচালনা করে। এসময় সেখানে কাউকে না পেয়ে বালু বহনকারী বাল্কহেড জব্দ এবং উত্তোলনের জন্য স্থাপিত পাইপ ও বিভিন্ন সরঞ্জামাদি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।
উপজেলার নির্বাহী কর্মকর্তা কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মোস্তাফিজুর রহমান এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বালু উত্তোলনে জড়িতদের ঘটনাস্থলে পাওয়া যায়নি। পরে বালু উত্তোলনের পাইপ ধ্বংস করা হয়েছে। এছাড়াও
অবৈধভাবে বালু ভরাটকালে পরিত্যক্ত অবস্থা নিম্নলিখিত মালামাল জব্দ করে রিভার পুলিশ এর জিম্মায় হস্তান্তর করা হয়েছে। মোবাইল কোর্টে নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।এসময় নৌ পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।