স্টাফ রিপোর্টার, চিতলমারী
বাগেরহাটের চিতলমারী উপজেলার খিলিগাতী গ্রামে কলেজ শিক্ষক (অবসরপ্রাপ্ত) মুকুলেশ ঢালীর বাড়িতে গভীর রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার (৮ অক্টোবর) রাত ৩টার দিকে দুর্বৃত্তরা ঘরের সদস্যদের হাত-পা, চোখ ও মুখ বেঁধে জিম্মি করে নগদ টাকা ও সোনার গয়না লুট করে পালিয়ে যায়।
ভুক্তভোগী গৃহকর্তা মুকুলেশ ঢালী জানান, “রাত তিনটার দিকে দুর্বৃত্তরা কৌশলে ঘরের ভেতরে ঢুকে আমাকে, আমার স্ত্রী শিক্ষিকা কাকলি ঢালী এবং আমার বৃদ্ধ মাকে হাত-পা ও চোখ-মুখ বেঁধে একটি কক্ষে আটকে রাখে। এরপর ঘরের আলমারি, শোকেস ভেঙে ৮ ভরি সোনার গয়না এবং নগদ অর্থ লুট করে তারা পালিয়ে যায়। পরে আমাদের চিৎকারে প্রতিবেশীরা এসে উদ্ধার করে।”
খবর পেয়ে চিতলমারী থানা পুলিশ সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে।
চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকেয়া খানম বলেন, “এটি একটি চুরির মতো ঘটনা। আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি তদন্তাধীন। ক্ষতিগ্রস্ত পরিবার লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”