রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
দেশের বন্ধ মিল ও কলকারখানায় আবারও উৎপাদনের চাকা ঘুরবে, নতুন করে কর্মসংস্থান সৃষ্টি হবে—এমন প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল।
বুধবার (৮ অক্টোবর) বিকেলে খুলনার দিঘলিয়া উপজেলা জাতীয়তাবাদী যুবদল আয়োজিত যুব সমাবেশে তিনি বলেন, “বিএনপি কথার রাজনীতি করে না, আমরা কাজের রাজনীতিতে বিশ্বাস করি। ক্ষমতায় গেলে এক বছরের মধ্যেই এক কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে।” তিনি আরও বলেন, দেশের দক্ষিণাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ ভৈরব সেতুর নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করা হবে, যাতে খুলনাসহ আশপাশের জেলাগুলোর যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হয়। পাশাপাশি দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সরঞ্জামের সংকট দূর করে সবার জন্য আধুনিক চিকিৎসা নিশ্চিত করা হবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক কুদরত-ই-এলাহী স্পীকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান মন্টু। প্রধান বক্তা ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক ইবাদুল হক রুবায়েদ এবং বিশেষ বক্তা ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব নাজিমুজ্জামান জনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব আবু হোসেন বাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোমরেজুল ইসলাম, অধ্যাপক মনিরুল হক বাবুল, উপজেলা বিএনপির সভাপতি এম সাইফুর রহমান মিন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রুনু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রকিব মল্লিক, জেলা বিএনপির সদস্য শরীফ ইকবাল হোসেন, এবিএম ওয়াহিদুজ্জামান রানা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোল্লা নাজমুল হক ও মোল্লা মনিরুজ্জামান। সমাবেশ পরিচালনা করেন উপজেলা যুবদলের সদস্য সচিব খন্দকার ফারুক হোসেন।
এসময় আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা মোল্লা বেলাল হোসেন, জেলা মহিলা দলের আহ্বায়ক অ্যাডভোকেট সেতারা বেগম, শেখ মোসলেম উদ্দিন, জামসেদ বিশ্বাস জুয়েল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল কাদের জনি এবং ছাত্রদলের আহ্বায়ক গাজী মনিরুল ইসলাম।
সমাবেশে বক্তারা বলেন, দেশের অর্থনীতি ও উন্নয়নের গতি ফিরিয়ে আনতে হলে জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রয়োজন। বিএনপি সেই বিশ্বাসের প্রতীক হতে চায়।