Nabadhara
ঢাকাবুধবার , ৮ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনির প্রতাপনগরে অজ্ঞাত মরদেহ উদ্ধার

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)
অক্টোবর ৮, ২০২৫ ৮:৩৫ অপরাহ্ণ
Link Copied!

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)

সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের নাকনা গ্রামে এক মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেল পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৬৫ বছর।

স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, গত কয়েকদিন ধরে মানসিক ভারসাম্যহীন ওই বৃদ্ধ প্রতাপনগরের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছিলেন। তিনি নিজের নাম বা পরিচয় জানাতে পারেননি। মঙ্গলবার বিকেলে নাকনা গ্রামে তিনি মারা যান।

ঘটনার পর স্থানীয়রা সামাজিক যোগাযোগ মাধ্যমে মরদেহের ছবি ও তথ্য প্রচার করেন এবং পুলিশকে খবর দেন। তবে কোনো স্বজন এখনো মরদেহের দাবিদার হিসেবে এগিয়ে আসেননি।

ঘটনাস্থলে স্থানীয় জনতার ভিড় জমে যায়। পরে সেখানে ছুটে আসেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রতাপনগর ইউপি চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা জামায়াতের সমাজকল্যাণ সম্পাদক মাওঃ রিয়াছাত আলী সরদার, ইউনিয়ন আমীর মাওঃ ওয়াহিদুজ্জামানসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তি।

আশাশুনি থানার এসআই হাবিবের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। পুলিশ জানায়, বৈধ স্বজন পাওয়া গেলে মরদেহ হস্তান্তর করা হবে, অন্যথায় সরকারি নিয়ম অনুযায়ী দাফন সম্পন্ন করা হবে।

উল্লেখ্য, মরদেহ বহন, দাফন ও কাফনের জন্য প্রতাপনগর ইউনিয়ন জামায়াতের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।